×

পুরনো খবর

ভাসানটেকে জনবল ও গাড়ির সংকট

Icon

ইমরান রহমান

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৩:৩০ পিএম

ভাসানটেকে জনবল ও গাড়ির সংকট
মিরপুর ১৪ নম্বরের বিআরপি কলোনির একটি ভবনের দোতলা ভাড়া নিয়ে চলছে ভাসানটেক থানার কার্যক্রম। কর্মকর্তারা জানান, ডিএমপির থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক নিম্ন আয়ের লোকের বসবাস এই থানায়। এজন্য এখানে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা বেশি। কিন্তু জনবল ও গাড়ি সঙ্কটের কারণে ভালোভাবে টহল দেয়া যায় না। এ ছাড়া একটি ফ্লোরে কোনোরকমে থানার কার্যক্রম চালানোয় অনেক কিছুতেই ঘাটতি থেকে যায়। এরমধ্যে আবাসিক সমস্যা অন্যতম। তাছাড়া অভ্যাগতদের জন্যও নেই বসার জায়গা। গত ১৪ জুন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত থানায় অবস্থান করে কোনো অভিযোগকারীকে আসতে দেখা যায়নি। পুলিশ সদস্যরাও জানান, এই থানায় তেমন ভিড় থাকে না। এদিকে থানায় নারী ও শিশু সহায়তা কেন্দ্র থাকলেও সেখানে কাউকে দেখা যায়নি। থানার সামনে বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ি ময়লার ভাগাড় হয়ে গেছে। জায়গার অভাবে অভ্যাগদের কোনো বসার জায়গা রাখা হয়নি। এসব বিষয়ে জানতে চাইলে ভাসানটেক থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নুরুল ইসলাম শিকদার ভোরের কাগজকে বলেন, ভবন না থাকাটাই আমাদের বড় সমস্যা। এ ছাড়া গাড়ি ও জনবল সঙ্কট রয়েছে। যেহেতু এই থানা এলাকায় অপরাধপ্রবণতা বেশি সেহেতু আরো জনবল ও গাড়ি হলে আমাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীর ভাসানটেক রোড, রুপসী বাংলা, বেনারসি প্রজেক্ট, দেওয়ানপাড়া, জোয়ার সাহারা, ধামালকোট, ক্যান্টনমেন্ট রোড, নেভি কলোনি, সাগরিকা, খান মেনশন, ইব্রাহিমপুর পুলপাড় ও কচুক্ষেত বাজার এলাকা নিয়ে ভাসানটেক থানা গঠিত। এ থানায় ১ জন ইন্সপেক্টর ইনচার্জ (ওসি), ২ জন ইন্সপেক্টর, ১৪ জন এসআই, ২৯ জন এএসআই ও ৪৪ জন কন্সটেবল রয়েছে। সূত্র জানায়, থানাটিতে চলতি বছরের জানুয়ারিতে ২৪টি, ফেব্রুয়ারিতে ৩১টি, মার্চে ২৬টি, এপ্রিলে ২৯টি এবং মে মাসে ৪৬টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে বেশিরভাগই মাদক, বিস্ফোরক ও নারী নির্যাতন মামলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App