×

খেলা

অভিনব পন্থায় জয় উদযাপন করলেন সেনেগাল সমর্থকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০১৮, ০৬:১৫ পিএম

অভিনব পন্থায় জয় উদযাপন করলেন সেনেগাল সমর্থকরা

ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ চার বছর পর একবার আসে। সেই আসরের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। দীর্ঘ ১৬ বছর পর সেই আসরে ফিরেই চমক দেখিয়েছে সেনেগাল। মঙ্গলবার মস্কোয় ‘এইচ’ গ্রুপের খেলায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

এবারের আসরে এটাই আফ্রিকার কোনো দলের প্রথম জয়। ২০০২ আসরে শিরোপাধারী ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে দলটি খেলেছিল কোয়ার্টার-ফাইনালে। নিজেদের প্রথম খেলাতেই জয় দিয়ে এবারের আসর শুরু করল দলটি।

ফলে প্রিয় দলের খেলোয়াড়দের প্রাণবন্ত রাখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। উৎসাহ জুগিয়েছে বিভিন্নবাবে। প্রতিপক্ষের বিপক্ষে দারুণ খেলে দর্শকদেরও চাঙ্গা রেখেছিলেন সাদিয়ো মানে’রা। ছিনিয়ে এনেছেন জয়। তবে সবকিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো গ্যালারিতে উপস্থিত সেনেগাল সমর্থকদের অভিনব পন্থায় জয় উদযাপন।

স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার ৩৭তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেনেগাল। এতে গ্যালারিতে উপস্থিত গেনেগাল সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। হৈ হুল্লোড় করে তারা মাতিয়ে রাখেন পুরো মাঠ। এ সময় ভুলবশত তারা গ্যালারি অপরিচ্ছন্ন করেন। তবে ম্যাচ শেষে বিষয়টি উপলব্ধি করতে পেরে তারা মাঠ থেকে বের না হয়ে দর্শকরা বের হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করেন। পরে তারা গ্যালারি পরিষ্কার করতে থাকেন। আর তাদের ‘মহানুভবতার’ এ বিষয়টির কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্যালারি পরিষ্কার করছেন সেনেগাল দর্শকসেনেগালের দর্শক-সমর্থকদের এমন বিনয়সুলভ আচরণ এরইমধ্যে বেশ প্রসংশা কুড়িয়েছে। প্রকাশ পেয়েছে তাদের মানবিকতার মানসিকতা।

সেনেগাল ছাড়াও দিনের আরেক খেলায় ইতিহাস গড়া ম্যাচে জাপানের সমর্থকরাও গ্যালারি পরিষ্কার করে নজরে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App