×

জাতীয়

রাজশাহী সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ৯০ প্রার্থীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ১১:৪০ এএম

রাজশাহী সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ৯০ প্রার্থীর
ইতিমধ্যে গাজীপুরে সিটি নির্বাচনীর হাওয়া বয়ে গেছে। এরপরই শুরু হচ্ছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। তার জন্য নির্বাচন কমিশন দিনক্ষণও ঠিক করে ফেলেছে। আগামী ৩০ জুলাই রাজশাহীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহে আগ্রহী প্রার্থীরা ছুটছেন নির্বাচন অফিসে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গতকাল সোমবার পর্যন্ত ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৬ জন। তবে এ দিন পর্যন্ত কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, বুধবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে ২০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। বাকিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোমবার। মাঝে তিন দিন ঈদের ছুটি ছিল। কিন্তু ঈদের দিন বাদ দিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় খোলা ছিল। তিনি জানান, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে। রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কর্মকর্তা জানান, এবার রাজশাহী সিটি কর্পোরেশনে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। মোট ভোট কেন্দ্র ১৩৭টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App