×

খেলা

ড্রয়ের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়তে চেয়েছিলেন নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৩:৪৮ পিএম

ড্রয়ের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়তে চেয়েছিলেন নেইমার
ড্রয়ের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছিলেন ব্রাজিলের পিএসজি সেনসেশন নেইমার জুনিয়র। তবে সেটা নিজস্ব কারিশমায় নয়, প্রতিপক্ষের মারমুখি ক্রীড়া কৌশলের কারণে। গত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ১০ বার ফাউলের শিকার হন সেলেসাওদের প্রাণভোমরা। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ৯৮’র পর যেকোনও বিশ্ব আয়োজনে সর্বোচ্চ ফাউলের টার্গেট নেইমার। এর আগে ইংলিশ ফুটবলার অ্যালেন শেরির এক ম্যাচে ১১ বার ফাউলের শিকার হয়েছিলেন। সব মিলিয়ে সুইসদের কৌশল এখন সমালোচনার মুখে। ম্যাচ শেষে নেইমারের দাবি, স্টিভেন জুবে কর্নার থেকে হেডে গোল করার আগে মিরিন্ডাকে ফাউল করেছিলেন। তাই এসব বিষয়গুলোকে সামনে এনে পরের ম্যাচগুলোতে খেলোয়াড়দের আরও বেশি সুরক্ষার দাবি করেছেন এই সেলেসাও। নেইমার বলেছেন, আমার মনে হয়েছে এটা ফাউল ছিলো। গোলের পর সবাই যখন উৎসব করছিলো, আমি রিপ্লে দেখছিলাম। এটা অবশ্য আমার বলার বিষয় নয়। এটা দেখার জন্য চারজন পেশাদার রেফারি ছিলেন। তাদের কাজটা তাদের করতে হবে। সুইসদের বিপক্ষে ড্র কোনওভাবেই প্রত্যাশিত ছিলো না বলেও মন্তব্য করেন নেইমার। বলেন, এ ম্যাচে কোনওভাবেই ড্র প্রত্যাশিত ছিলো না। তারপরও আমাদের আরও ভালো খেলার সক্ষমতা রয়েছে। কিন্তু এটা এমন একটা ম্যাচ ছিলো, যেখানে আমার সবটা প্রদর্শন কঠিন ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App