×

বিনোদন

মুক্তির আগেই বিতর্কে রাজকুমার হিরানির ‘সঞ্জু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৪:৪৮ পিএম

মুক্তির আগেই বিতর্কে রাজকুমার হিরানির ‘সঞ্জু’
মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’। ভারতের সেন্সর বোর্ড থেকে সব রকমের অনুমোদন পাওয়ার পরেও ছবিতে ব্যবহৃত একটি দৃশ্য নিয়ে অভিযোগ উঠেছে। ছবির ট্রেলারে একটি টয়লেট লিকেজের দৃশ্য রয়েছে। দেখা যাচ্ছে, শৌচালয়ের পাইপ ফেটে বিষ্ঠা ও বর্জ্য পদার্থ জেলের মধ্যে ছড়িয়ে পড়েছে। মূলত এই দৃশ্য ঘিরেই সমস্যা তৈরি হয়েছে। সমাজকর্মী পৃথ্বী মাসকে দাবি করেছেন, এই দৃশ্য ভারতের জেল কর্তৃপক্ষ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে। তিনি এই মর্মে সেন্সর বোর্ডের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। তিনি চিঠিতে লেখেন, ‘সরকার ও জেল কর্তৃপক্ষ জেলগুলোর যথেষ্ট দেখভাল করে। আমরা এমন ঘটনা কোথাও শুনিনি। এর আগেও বহু ছবিতে জেল দেখানো হয়েছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি।’ সেন্সর বোর্ড এই দৃশ্যের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কোর্টে গিয়ে ছবি স্থগিত রাখার আবেদন করবেন বলেও জানান পৃথ্বী। প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্ত যুক্ত থাকার অভিযোগে সে সময় ১৮ মাস জেলে ছিলেন তিনি। সেই ঘটনাই ছবিতে চিত্রায়িত করা হয়েছে। ইতোমধ্যেই ট্রেলারে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুর দর্শকের প্রসংশা কুড়িয়েছেন।-এবেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App