×

জাতীয়

বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০২:৫০ পিএম

বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ ও পানি বৃদ্ধির কারণে হবিগঞ্জের খোয়াই নদীতে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি ছিল ১১.২ মিটার। যা বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপরে। বেলা সাড়ে ১২টায় ছিল ১১.৪৫ মিটার। যা বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে। কিছুক্ষণ ধরে হবিগঞ্জের উজানে বাল্লা সীমান্তে পানি স্থির রয়েছে। অন্তত তিন ঘণ্টা যদি পানি বৃদ্ধি না পায়, তাহলে বিপদমুক্ত হওয়া যাবে। তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যে খোয়াই নদীর উজানে থাকা চাকমাঘাট নামক স্থানে একটি ব্যারেজ রয়েছে। পানি বাড়লে সেই ব্যারেজ খুলে দেয়া হয়। গত কয়েকদিন সেখানে টানা বর্ষণের কারণে পানি বাড়ায় তারা বাঁধ খুলে দিয়েছে। ফলে হবিগঞ্জ দিয়ে প্রবাহিত নদীর পানি দ্রুত বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App