×

জাতীয়

পবিত্র লাইলাতুল কদর পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ১০:৪৫ এএম

পবিত্র লাইলাতুল কদর পালিত
ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাত জেগে পবিত্র শবেকদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেন। শবেকদর মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে কুরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ হয়। তাই শবেকদরের রাতটি মুসলমানরা মহান আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত ও জিকির-আসকার করে অতিবাহিত করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল রাতে ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত হয়। মুসল্লিরা জিকির-আসকার করেন। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়। এ ছাড়া রাতে তারাবির নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। আজ সরকারি ছুটির দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App