×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০১:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী মেঘনা সেতু থেকে ভাটেরচর পর্যন্ত ৭ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। একই ভাবে কুমিল্লামুখী ভবেরচর থেকে দাউদকান্দী পযর্ন্ত ৬ কিলোমিটার রাস্তায়ও যানজট সৃষ্টি হয়েছে। গাড়ী চাপ থাকার কারণে বুধবার ভোর থেকেই মহাসড়কে যানজট বাড়তে থাকে। পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে ধীর গতিতে গাড়ি চললেও ঢাকামুখী যানবাহন অনেকটা স্থির হয়ে আছে। আসন্ন ঈদকে সামনে রেখে অতিরিক্ত গাড়ির চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, গজারিয়া ভাটেরচর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ঢাকামুখী গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। একই অবস্থা গজারিয়ার ভাটেরচর এলাকাও। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ বলে দাবি করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App