×

খেলা

ইরানকে বুট সরবরাহে অপারগতা নাইকির!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ১১:১৩ এএম

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি মাত্র একদিন। বিশ^কাপে অংশ নিতে ইতোমধ্যেই রাশিয়ায় পৌঁছে গেছে এশিয়া অঞ্চল থেকে রাশিয়া বিশ^কাপের মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশ ইরান। এতদিন ধরে সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এসে চরম এক দুঃসংবাদ পেল ইরান ফুটবল দল। অর্থনৈতিক অবরোধের কারণ দেখিয়ে ইরানের বিশ্বকাপ দলকে বুট সরবরাহ করতে অপারগতা জানিয়েছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। অন্যদিকে গতকাল রাশিয়ায় পৌঁছেছে ইংল্যান্ড ও নাইজেরিয়া ফুটবল দল। এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগালসহ আরো বেশ কয়েকটি দল রাশিয়ায় পৌঁছেছে। বাকি দলগুলো আজকের মধ্যেই রাশিয়ায় পৌঁছার কথা রয়েছে। সারাবিশে^র অগণিত ফুটবলপ্রেমীদের চার বছরের অপেক্ষার পালা এখন শেষের দিকে। ২০১৪ সালের ১৩ জুলাই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০তম বিশ্বকাপ ফুটবল আসরের শিরোপা জিতেছিল জার্মানি। তখন থেকে শুরু হয় ফুটবলপ্রেমীদের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার রাশিয়া এবং সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ^কাপ ফুটবলের ২১তম আসর। ইতোমধ্যে সফল এক বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে রাশিয়া। রাশিয়ানরা এখন প্রস্তুতি নিচ্ছে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের। একদিকে যখন রাশিয়া জমজমাট এক বিশ^কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে তখন শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুত করছে অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশগুলো। সে লক্ষ্যে ইতোমধ্যে শেষ মুহূর্তে নিজেদের পরখ করে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণ শেষে রাশিয়ায় যাওয়া শুরু করেছে দেশগুলো। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগালসহ কয়েকটি দেশ কয়েকদিন আগেই রাশিয়ায় পৌঁছেছে। গতকাল রাশিয়ায় পৌঁছেছে ইংল্যান্ড ও নাইজেরিয়া। তবে সবার আগে রাশিয়ায় পা রেখেছে ইরান ফুটবল দল। কিন্তু গতকাল দুঃসংবাদ পেয়েছে এশিয়ার দলটি। হঠাৎ করেই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা ‘নাইকি’ জানিয়েছে ইরানি ফুটবল দলকে বুট সরবরাহ করতে পারবে না তারা। উল্লেখ্য, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সংস্থাটিই ইরান দলকে বুট সরবরাহ করেছিল। রাশিয়া বিশ^কাপের জন্যও চুক্তি হয়েছিল। কিন্তু বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে প্রতিষ্ঠানটি নিজেদের অপারগতার কথা জানিয়েছে। এ বিষয়ে নাইকি কর্তৃপক্ষ বলেছে, অর্থনৈতিক অবরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। নাইকির এ সিদ্ধান্ত ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে ইরান ফুটবল ফেডারেশনকে। এ বিষয়ে ইরানের কোচ কার্লোস কুইরোজ জানিয়েছেন, আমাদের খেলোয়াড়রা যে সব সরঞ্জামে অভ্যস্ত সেটা যদি মূল আসরের কয়েকদিন আগে পরিবর্তন করা হয় সেটা অন্যায়। সেই পরিবর্তনটা ঠিক নয়। নাইকির এমন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে তারা ফিফার দ্বারস্থ হবে বলে জানিয়েছেন কার্লোস কুইরোজ। ইন্টারনেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App