×

জাতীয়

ক্রেতাদের পদচারণায় মুখর ‘টাঙ্গাইল শাড়ির রাজধানী’ পাথরাইল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০১:২৪ পিএম

ক্রেতাদের পদচারণায় মুখর ‘টাঙ্গাইল শাড়ির রাজধানী’ পাথরাইল
টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে খ্যাত দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁত পল্লী এখন পাইকারি-খুচরা ক্রেতাদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন শাড়ি কিনতে। টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার পশ্চিমে পাথরাইল গ্রামের অবস্থান। এই গ্রামেই তৈরি হয় টাঙ্গাইল তাঁত শাড়ি। এ শাড়ির চাহিদা রয়েছে সারা দেশে। এ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই শাড়ি তৈরি হয় এবং সব বাড়িতেই রয়েছে শাড়ির শো-রুম। উৎপাদিত শাড়ি এ শো-রুমগুলোতেই বিক্রি হয়ে থাকে। পাথরাই শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক জানান, এ অঞ্চলে প্রায় ৫ হাজার তাঁত রয়েছে। ঈদকে সামনে রেখে এবার প্রায় ৪ লাখ শাড়ি উৎপাদিত হয়েছে এ অঞ্চলে। এসব শাড়ি ছড়িয়ে পড়ছে সারা দেশে। রোজার শুরুর আগে থেকেই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা শাড়ি নিতে শুরু করেছেন। অনেকের সেসব শাড়ি বিক্রি হয়ে যাওয়ায় আবার আসছেন শাড়ি নিতে। ঈদ যতই এগিয়ে আসছে পাইকারির পাশাপাশি খুচরা ক্রেতাদের ততই ভিড় বাড়ছে। সরেজমিন পাথরাইল গিয়ে শোনা যায়, তাঁতের খটখট আওয়াজ। শেষ মুহূর্তের ঈদ বাজার ধরতে রাত-দিন চলছে শাড়ি বুননের কাজ। একদিকে যেমন শাড়ির তৈরির কাজ চলছে, আরেকদিকে চলছে বিক্রি। প্রতিটি বাড়ির শো-রুমেই পাইকারি ও খুচরা বিক্রেতাদের সমাগম। যজ্ঞেশ্বর এন্ড কোম্পানির পরিচালক খোকন বসাক জানান, পাইকারি বিক্রি রোজার আগেই শুরু হয়েছে। এখন আসছেন খুচরা ক্রেতারা। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা আসছে শাড়ি কিনতে। সেখানেই কথা হয় ঢাকা থেকে আসা গৃহিণী আফিয়া আক্তারের সঙ্গে। তিনি জানান, ঈদে আত্মীয়স্বজনের জন্য শাড়ি কিনতে হবে। তাই তিনি চলে এসেছেন পাথরাইলে। এখানে ঢাকার থেকে অনেক কম দামে শাড়ি কিনতে পারেন। টাঙ্গাইল শহর থেকে আসা সাবিনা আক্তার জানান, শহরের মার্কেটে ভিড়ের মধ্যে কেনাকাটা কষ্টকর। এখানে তাঁত পল্লীতে বাড়ি বাড়ি ঘুরে পছন্দের শাড়ি কেনা যায়। সীতানাথ রঞ্জিত শাড়ি ঘরের অংশীদার পলাশ বসাক জানান, এবার ঈদকে সামনে রেখে নিম্নবিত্ত থেকে উচ্চ বিত্ত সব শ্রেণির কথা মাথায় রেখেই শাড়ি তৈরি করা হয়েছে। ৬০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি বাজারে আনা হয়েছে। তবে মাসলাইস কটনের ১ হাজার ১০০ থেকে সাড়ে ৫ হাজার টাকা মূল্যের শাড়িগুলো বেশি চলছে। চট্টগ্রাম টেরীবাজারের মাসুম ক্লথ স্টোরের ব্যবস্থাপক মোবারক হোসেন জানান, রোজার শুরুতেই টাঙ্গাইল শাড়ি নিয়েছিলেন। সেগুলো বিক্রি শেষ পর্যায়ে। তাই আবার শাড়ি নিতে এসেছেন। এবার ঈদ বাজারে টাঙ্গাইল শাড়ির চাহিদা বেশ ভালো। একই কথা জানালেন রাজশাহীর শাহেদ বাজারের ইসলাম শাড়ি ঘরের ব্যবস্থাপক কাজল দেবনাথ। সিলেটের আরাফাত বুটিক্সের জোবায়ের হোসেন জানান, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবার মধ্যেই টাঙ্গাইল শাড়ির চাহিদা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App