×

জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকেই এমপিও হবে : শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৪:৩৪ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকেই এমপিও হবে : শিক্ষামন্ত্রী
প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির জন্য পৃথক বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রয়েছে, তা থেকে এমপিওভুক্তির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। নন-এমপিও শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর দাবির বিষয়ে বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। সবকিছু বাজেট বক্তৃতায় থাকে না। এমপিওভুক্তির দাবিতে গতকাল রোববার সকাল থেকে আবার আন্দোলনে নামেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা। এর আগে গত বছরের শেষেও আন্দোলন করেন তাঁরা। পরে চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সে সময় আন্দোলন ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App