×

বিনোদন

বন্ড, জেমস বন্ড ২৫!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০৩:৪০ পিএম

বন্ড, জেমস বন্ড ২৫!
ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং সৃষ্ট কাল্পনিক চরিত্র জেমস বন্ডকে পৃথিবীতে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই-৬ এর গুপ্তচর জেমস বন্ড উপন্যাসের পাশাপাশি বড়পর্দায়ও সমান জনপ্রিয়তা পেয়েছে। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ডা. নো থেকে শুরু করে সবশেষ ২০১৫ সালে স্পেক্টর দিয়ে সর্বমোট ২৪টি ছবিতে সিনেমার পর্দায় দেখা গেছে বন্ডকে। সামনের বছর আসছে বন্ড সিরিজের নতুন ছবি। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে। লিখেছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল মুক্তি জেমস বন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা এসেছে সিরিজটির নতুন ছবি বন্ডের জন্মভ‚মি যুক্তরাজ্যের বড়পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২৫ অক্টোবর, ২০১৯-এ। পরিচালক জানা গেছে বন্ডের এবারের ছবি পরিচালনায় থাকছেন সøামডগ মিলিয়নিয়ার খ্যাত ড্যানি বয়েল। বয়েল জানিয়েছেন ছবিটি বর্তমানে চিত্রনাট্য পর্যায়ে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই ছবির শুটিং শুরু করার আশাবাদ জানিয়েছেন পরিচালক। ছবির নাম যেহেতু ছবিটি ফ্রাঞ্চাইজির ২৫তম ছবি হতে যাচ্ছে তাই ছবিটির নাম রাখা হয়েছে ‘বন্ড ২৫’। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট চরিত্র হলেও ধারণা করা হচ্ছে ছবির গল্পটি আমেরিকান লেখক রেমন্ড বেনসনের নেভার ড্রিম অব ডায়িংয়ের অবলম্বনে সাজানো হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকলি। বন্ড ও ছবির অন্যান্য অভিনেতা সিরিজে পঞ্চমবারের মতো বন্ড হয়ে বড়পর্দায় হাজির হবেন ড্যানিয়েল ক্রেইগ। মানিপেনির চরিত্রে নাওমি হ্যারিস, কিউয়ের চরিত্রে বেন হুইশ ও এম এর চরিত্রে রালফ ফিনেসকে দেখা যাওয়ার কথা রয়েছে। ওদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, আসন্ন ছবিতে জেমস বন্ডকে মোকাবেলা করতে খল চরিত্রে দেখা যেতে পারে অ্যাঞ্জেলিনা জোলি কিংবা হেলেনা বনহ্যাম কার্টারের মধ্যে কোনো একজনকে। পট অফিসিয়াল কোনো ঘোষণা না এলেও পাপ্পারাজ্জিদের কল্যাণে ধারণা করা হচ্ছে ছবিটি জেমস বন্ডের জীবনে একটা বড় রকমের পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা। স্পাইয়ের চাকরি ছেড়ে দিয়ে প্রেমের টানে তার কোনো প্রেয়সীকে বিয়ে করে সংসারধর্ম পালন করতে দেখা যেতে পারে বন্ডকে। তবে কোনো এক পুরনো শত্রæতার জেরে তার সহধর্মীকে হারালে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ফিরে আসতে পারেন বন্ড। তবে এই পটের পুরোটাই ধারণার ভিত্তিতে মিডিয়াতে প্রচার হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App