×

বিনোদন

থাকছে ওয়েব সিরিজও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০২:২৯ পিএম

থাকছে ওয়েব সিরিজও
গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে অনলাইনভিত্তিক ওয়েব সিরিজ। তবে ওয়েব সিরিজের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন! টেলিভিশনের পাশাপাশি এখন শুধু অনলাইনভিত্তিক বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছেন মিউজিক ভিডিও, নাটক। তবে এ সবের বেশিরভাগই সস্তা জনপ্রিয়তার জন্য অশ্লীলতা ও যৌনতাকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। তবে এর মধ্যেও বেশ কিছু ভালো ওয়েব সিরিজ নজর কেড়েছে। এবারের ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। যেগুলো প্রচার হবে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে। সম্পূর্ণ মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র প্রচার আবার শুরু হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে দুটি নতুন গল্প ‘অপহরণ’ ও ‘ভয়ঙ্কর রাত’ দেখানো হবে। যথারীতি নাম ভ‚মিকায় থাকছেন আজাদ আবুল কালাম। তার সহশিল্পীদের মধ্যে আছেন বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ প্রমুখ। ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নির্মাতা সাকিব রায়হান জানান, ঈদের দিন থেকে রবিস্ক্রিন ও এয়ারটলস্ক্রিনে প্রচার শুরু হবে ‘অপহরণ’-এর। চারদিনে চারটি পর্বে হাজির হবেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ঈদের চতুর্থদিন থেকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভয়ঙ্কর রাত’। এই গল্পটি শেষ হবে তিনটি পর্বে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, অপর্ণা ঘোষ, শাহরিয়ার সজীব, ফারুক আহমেদ প্রমুখ। বরাবরের মতো নতুন দুটি গল্পেও রহস্যের উন্মোচন করবেন গোয়েন্দা লাভলু মিয়া। ঈদ উপলক্ষে ‘গেইম’ নামে একটি সাত পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করছেন তপু খান। অন্যদিকে গানচিলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে পার্থর পরিচালনায় নাটক ‘অপেক্ষা’। অভিনয় করেছেন সৌমিক-তাসনুভা তিশা। এদিকে ঈদ উপলক্ষে অনলাইনের জন্য এক ঘণ্টার ওয়েব সিরিজ নির্মাণ করছেন মাবরুর রশীদ বান্নাহ। ‘ভাই কিছু বলতে চায়’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফরান নিশো ও সাফা কবির। মাবরুর রশীদের ‘হোম টিউটর’ নামের আরো একটি এক ঘণ্টার নাটকও আসবে। নির্মিত হচ্ছে চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন নির্মাতা অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। এর কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের ভ‚মিকায় অভিনয় করেছেন অন্তু করিম। এই সিরিজের ১২টি পর্বের জন্য ১২ জন আলাদা নায়িকা থাকছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App