×

অর্থনীতি

ব্যাংকে সুদেরহার এক অংকে নামবে: এফবিসিসিআই

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ০৬:৩০ পিএম

ব্যাংকে সুদেরহার এক অংকে নামবে: এফবিসিসিআই
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকের কর্পোরেট কর কমানোর যে প্রস্তাব রেখেছেন তা সুদহার এক অংকে নামিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংস্থাটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন শনিবার রাজধানীর ফেডারেশন ভবনে আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান। এফবিসিসিআই সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে পাবলিক ট্রেডেড ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে করপোরেট করের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭.৫ শতাংশ করা হয়েছে এবং নন-পাবলিকলি ট্রেডেড ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ৪২.৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। করপোরট কর হার কমলে রাজস্ব কমে না। বরং করপোরেট কর হার কমলে মুনাফার অংশ ব্যবসায়ী বিনিয়োগের মাধ্যমে অথবা লভ্যাংশ বিতরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আপেক্ষিকভাবে বেশি অবদান রাখবে। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক তদারকি প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই এ ব্যাপারে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবে। আমরা এটার সুফল দেখার প্রত্যাশা করছি। কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে আমরা অন্যান্য উৎপাদনশীল খাতে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার ২.৫ শতাংশ কমানোর জন্য পুনরায় দাবি করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App