×

জাতীয়

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১১:১৪ এএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবীদ্বার-চান্দিনা সড়কের ছেচরা পুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের বাসিন্দা। তিনি ১৫ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একদল ডাকাত ছেচরা পুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গোলাগুলির সময় নিজের গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হন। আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, অভিযানের সময় থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইনতাজ ও কনস্টেবল মনির আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কার্তুজ, একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছুরি ও শাবল উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App