×

অর্থনীতি

বিশাল বাজেট বাস্তবায়নযোগ্য নয় : ড. এ বি মির্জ্জা আজিজুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ১১:৪৪ এএম

বিশাল বাজেট বাস্তবায়নযোগ্য নয় : ড. এ বি মির্জ্জা আজিজুল
উপস্থাপিত বাজেট গতানুগতিক এবং বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রশাসনিক দক্ষতা, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং যুবশক্তির কর্মসংস্থানকে বাজেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। বেসরকারি খাতে বিনিয়োগ এবং অবকাঠামো খাত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের দক্ষতার অভাবের কথাও তিনি উল্লেখ করেছেন। গতকাল বাজেট প্রতিক্রিয়ায় মির্জা আজিজুল ইসলাম বলেন, প্রতিবারই এমন বাড়তি বা বড় আকারের বাজেট দেয়া হচ্ছে। পরবর্তী সময়ে তা লক্ষ্যে পৌঁছাতে পারে না। এবারো বাজেট নিয়ে এমন আশঙ্কাই করেন তিনি। মির্জা আজিজ বলেন, বাজেট লক্ষ্যমাত্রার জন্য প্রশাসনিক যে দক্ষতা প্রয়োজন তা আমাদের নেই। যেখনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব রয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে সামাজিক সমতা এবং বৈষম্যমুক্ত হওয়ার কথা বলেছেন। অর্থমন্ত্রীর এমন কথার প্রতিবাদ করে মির্জা আজিজ বলেন, তার সরকারের আমলে এ বিষয়ে সবগুলো স্তরে বৈষম্য বেড়েছে। যদিও সরকার দারিদ্র্য বিমোচনে কার্যক্রম অব্যাহত রাখছে। তবে এ খাতে যে হারে বরাদ্দ ও বাস্তবায়ন হওয়া দরকার তা হচ্ছে না। তাই এটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একইভাবে শিক্ষিত ও যুব শক্তিদের যে কর্মসংস্থান প্রয়োজন তা কাক্সিক্ষতভাবে হচ্ছে না। সেজন্য দেশের ভবিষ্যতের জন্য নিরাপদ কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App