×

অর্থনীতি

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক বাজেট : সালেহউদ্দিন আহমেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ১১:৫৯ এএম

নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক বাজেট : সালেহউদ্দিন আহমেদ
জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট জনকল্যাণমুখী নয়, গতানুগতিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, প্রস্তাবিত বাজেটে শুধু গাণিতিক হিসাবই প্রধান্য পেয়েছে। বাস্তবায়নের বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে এই বাজেটকে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক বাজেট বলে আখ্যা দিয়েছেন সাবেক এই গভর্নর। বাজেট প্রতিক্রিয়ায় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা খাতে বাজেট বেড়েছে, তবে তা আশানুরূপ নয়। তিনি বলেন, শিক্ষায় আরো বেশি বাজেট বাড়ানো প্রয়োজন ছিল। পাশাপাশি স্বাস্থ্য খাতে আরো অনেক বেশি বাজেট দরকার ছিল। সালেহউদ্দিন বলেন, রাজস্ব আদায় যদি না বাড়ে তবে বাজেটের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। প্রস্তাবিত বাজেটে এ জায়গায় নজর দেয়া হয়নি। শুধু আশা প্রকাশ করা হয়েছে। কিন্তু লক্ষ্য দিলেই তো হয় না। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণের কথা বলা হয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণটাও অনেক বেশি। সেটা হয়তো হয়ে যাবে। কারণ আমরা অনেক বৈদেশিক ঋণ এখন ব্যবহার করছি। এ বছর ইতোমধ্যে ৬ বিলিয়নের মতো বৈদেশিক ঋণ এসেছে। যেটা একদিক দিয়ে ভালো, অন্যদিক বিবেচনায় এতে আমাদের ঋণের বোঝা বেড়ে যাবে। তিনি বলেন, এনবিআরের রাজস্ব লক্ষ্য অর্জন হওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের কারণে সরকার রাজস্ব খাতে বড় কোনো সংস্কার আনতে পারবে না। তাই রাজস্ব আদায়ে লক্ষ্যের ধারেকাছেও যাবে না এনবিআর। তা ছাড়া রাজস্ব আদায় তো মুখের কথায় হবে না। ভ্যাট, আয়কর ও শুল্ক এই তিন নতুন আইন বাস্তবায়ন করতে হবে। সাবেক এই গভর্নর মনে করেন, এবারের বাজেটে অবকাঠামো খাতে ব্যয় এবং রাজস্ব আহরণটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ প্রতি বছরেই রাজস্বে একটা ঘাটতি থেকে যাচ্ছে। আগামী বছরেও হবে। কারণ ঘাটতি নিরসনে বড় কোনো পদক্ষেপ নেই বাজেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App