×

আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে ইরাকের বিমান হামলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০৬:৩৪ পিএম

আইএসের বিরুদ্ধে ইরাকের বিমান হামলা
সিরিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে আইএসের বিরুদ্ধে আবারও বিমান হামলা চালিয়েছে ইরাকের সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৭ জুন) ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি একটি অঞ্চল ধ্বংস করে দিয়েছে। যেখানে সুন্নী গ্রুপের সদস্যরা সক্রিয় ছিলেন। এর আগে গত বছরে আইএসের বিরুদ্ধে সিরিয়ায় কয়েকটি বিমান হামলা চালায় ইরাক। এই হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল। আইএস ইরাকের এক তৃতীয়াংশ অঞ্চল দখল করেছিল। পরে অবশ্য দেশটিতে পরাজিত হয় তারা। কিন্তু এখনও সিরিয়া ও ইরাক সীমান্তে হুমকি হয়ে আছে এ সংগঠনটি। গত বছরের ডিসেম্বরে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসের বিরুদ্ধে চূড়ান্ত জয় ঘোষণা করেছিলেন। কিন্তু এখনও সিরিয়া ও ইরাক সীমান্তে আইএসের আক্রমণ, গুপ্তহত্যা, বোমা হামলা অব্যাহত আছে। সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চলে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে আসার পর আইএস গেরিলা কৌশলের আশ্রয় নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App