×

আন্তর্জাতিক

পরমাণবিক প্রকল্প ত্যাগ করলেই নিষেধাজ্ঞা থেকে রেহাই উ. কোরিয়ার: ম্যাটিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ১০:১৩ পিএম

পরমাণবিক প্রকল্প ত্যাগ করলেই নিষেধাজ্ঞা থেকে রেহাই উ. কোরিয়ার: ম্যাটিস

উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে সুস্পষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণের পরই দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। রবিবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেন ম্যাটিস। বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকটি একটি দুর্গম রাস্তা পারি দেয়ার মতো হবে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে, আলোচনার পথটি বেশ দুর্গম হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া নিয়ে উত্থাপিত সকল প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবো। উত্তর কোরিয়া কেবল তখনই নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে যখন তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, নানা নাটকীয়তা শেষে ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ১২ জুন কিমের সঙ্গে বৈঠকে বসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App