×

খেলা

ফ্রান্সের এবার ভালো সম্ভাবনা রয়েছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ১০:২১ পিএম

ফ্রান্সের এবার ভালো সম্ভাবনা রয়েছে
জিনেদিন জিদান জাদুতে ১৯৯৮তে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০০৬’র আসরেও জিজুর কল্যাণেই দলটি উঠেছিল ফাইনালে। যদিও রানার্সআপ হয়েই সেবার সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটির। বিশ্বকাপে সুখস্মৃতি বলতে এই দুটিই সেরা ফ্রান্সের জন্য। তবে ১৯৯৮’র বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের স্ট্রাইকার ডেভিড ত্রেজেগের মতে এবারের বিশ্বকাপ জেতার বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে ২০১৬’র ইউরোর রানার্সআপ এই দলটির। গতকাল এক সাক্ষাৎকারে ত্রেজেগে বলেন, আমার মতে, বিশ্বকাপ জেতার মত অবস্থাতেই রয়েছে তারা। ইতোমধ্যে বিশ্ব ফুটবলে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে ফ্রান্স। একজন অভিজ্ঞ কোচের অধীনে এটি একটি বিশ্বমানের দল। জেতার জন্য সবকিছুই রয়েছে আমাদের। তবে বিশ্বকাপে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, স্পেনের মত শক্তিশালী দলও রযেছে। তারপরও ত্রেজেগে মনে করেন তার সাবেক জাতীয় দলের সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, অবশ্যই এটা একটা কঠিন টুর্নামেন্ট। অন্য দলগুলো স্বপ্ন দেখছে বিশ্বকাপ জেতার, তবে আমার মনে হয় ফ্রান্সেরও সম্ভাবনা অন্যান্য দলের চেয়ে শিরোপা জেতার সম্ভাবনা বেশি রযেছে। ফ্রান্স দলে এবার তরুণ প্রতিভার ছড়াছড়ি। তবে বেশ উল্লেখযোগ্য সময় ধরে কোচ দিদিয়ের দেশমের সেরা নৈপুন্য দেখাচ্ছে দলটি। ইউরোর মত বড় টুর্নামেন্টের ফাইনালে উঠার অভিজ্ঞতাও রয়েছে ফ্রান্সের। তাই সব বিবেচনায় এবছর রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাব্য দলগুলোর তালিকায় রাখতে হবে ফ্রান্সকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App