×

জাতীয়

ক্লিনিকে ভুল অপারেশনে শিশুর মৃত্যু : আটক ১

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ১০:১১ পিএম

ক্লিনিকে ভুল অপারেশনে শিশুর মৃত্যু : আটক ১
রংপুরে ভুল অপারেশনে এক শিশুর মৃত্যুর অভিয়োগে ক্লিনিক ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর সেন্ট্রাল ক্লিনিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ক্লিনিকটির মালিক, ডাক্তার ও কর্মচারীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার গাইবান্ধা জেলার খামারবাড়ি এলাকার রেজাকুল হকের স্ত্রী লাকি বেগম ও তার ৬ বছরের পুত্র সিয়াম টনসিল রোগে আক্রান্ত হয়ে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে চিকিৎসা করাতে আসেন। সেখানে ডাক্তার আব্দুল হাইকে দেখান তারা। আব্দুল হাই মা ও ছেলের অপারেশন বাবদ ২০ হাজার টাকা চান। ওই দিন অত টাকা জোগাড় করতে না পেরে তারা বাড়িতে চলে যান। শনিবার দুপুরের লাকি বেগম তার ছেলে সিয়ামকে নিয়ে সেন্ট্রাল ক্লিনিকে অপারেশনের জন্য আসেন। বিকেলে সিয়ামের অপারেশন করা হলে সে অপারেশন থিয়েটারেই মারা যায়। এ ঘটনায় উত্তেজিত হয়ে লোকজন ক্লিনিক ঘেরাও করে সামনের কাচ ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় ক্লিনিকে ওষুধ সরবরাহকারী মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, মৃত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিয়ামের বাবা-মা মামলা করলে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App