×

জাতীয়

কর্ণফুলীতে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ১০:৩৪ পিএম

কর্ণফুলীতে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
কর্ণফুলী উপজেলায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনায় দুই চেয়ারম্যান সমর্থকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ছুরিকাহত হয়েছেন একজন। শনিবার সন্ধ্যার পর উপজেলার চিড়ারটেক নামক এলাকায় শিকলবাহার বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- নাজিম উদ্দিন (২৫) আবুল কালাম (২৮) ও মো. হোসেন (৩০)। এদের পেটে এবং পিঠের বাঁ পাশে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আর মো. রাজু (২২) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ড ও সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। শিকলবাহা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, পরিষদ ভবনে ইফতার পার্টিতে আসার সময় রাজু নামে একজনকে ছুরিকাঘাত করে বিপক্ষীয় ছেলেরা। পরে এলাকার লোকেরা ঘটনার বিস্তারিত জানতে গেলে বকুল চেয়ারম্যানের সমর্থকেরা গুলি ছুড়ে এবং তাতে নাজিম, কালাম, হোসেন নামে আরো তিনজন গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি। তিনি দাবি করেন, দুপক্ষের মধ্যে কোনো গুলি বিনিয়ময় হয়নি বরং বকুল সমর্থকেরা গুলি চালিয়েছে। জানা যায়, আহত রাজুর অবস্থা দেখে উত্তেজিত জনতা বকুল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালাতে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের ছোড়া গুলিতে উল্লেখিত ব্যক্তিরা আহত হন। সংঘর্ষের বিষয়ে জানতে আবুল কালাম বকুলের মোবাইল ফোনে একাধিকবার রিং করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মোহাম্মদ হোসাইন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছায়। এবং বর্তমানে পরিস্তিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিভাবে এ ঘটনা ঘটল জানতে চাইলে উক্ত পুলিশ কর্মকর্তা জানান, শিকলবাহা চেয়ারম্যানের ইফতার পার্টিতে যাওয়ার সময় চিড়ারটেকে রাজু ও রুবেল এর মারামারি হয়। পরে রাজু ছুরিকাহত হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে গুলাগুলি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App