×

খেলা

১৭৪ রানে অলআউট পাকিস্তান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০১৮, ১০:০১ পিএম

১৭৪ রানে অলআউট পাকিস্তান
এ যেন লর্ডস টেস্টের প্রতিশোধ! লর্ডসে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ১৮৪ রানে অলআউট করেছিল পাকিস্তান। আজ শুরু হওয়া হেডিংলি টেস্টে পাকিস্তানকে আরো ১০ রান কমে অলআউট করেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে চা বিরতির আগে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৭৪ রানে। একটা সময় তো ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। সাতে নামা শাদাব খানের ফিফটিতে সেই লজ্জা এড়িয়েছে সফরকারীরা। ইংল্যান্ডের প্রথম তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ৩টি করে উইকেট ভাগ করে নিয়েছেন। শাদাবকে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট পেয়েছেন অভিষিক্ত স্যাম কুরান। পাকিস্তানের শুরুটাই হয়েছিল বাজে। দ্বিতীয় ওভারে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ফেরেন ইমাম-উল-হক। ব্রডের বলে তৃতীয় স্লিপে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম। আরেক ওপেনার আজহার আলী (২) এলবিডব্লিউ হয়েছেন ওই ব্রডের বলেই। পাকিস্তানের স্কোর তখন ২ উইকেটে ১৭! তৃতীয় উইকেটে ৩২ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেছিলেন হ্যারিস সোহেল ও আসাদ শফিক। এ জুটি ভাঙতেই ধসের শুরু পাকিস্তানের। ২ উইকেটে ৪৯ থেকে দ্রুতই স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৭৯! সোহেল (২৮) ও শফিক (২৭)- দুজনই ওকসের শিকার। অভিষিক্ত উসমান সালাহউদ্দিনকে (৪) এলবিডব্লিউ করেছেন ব্রড। অ্যান্ডারসনের শিকার অধিনায়ক সরফরাজ আহমেদ (১৪) ও ফাহিম আশরাফ (০)। এরপর মোহাম্মদ আমিরের (১৩) সঙ্গে ৩৪, হাসান আলীর (২৪) সঙ্গে ৪৩ ও মোহাম্মদ আব্বাসের (১) সঙ্গে ১৮ রানের জুটিতে পাকিস্তানের স্কোরকে দেড়শর ওপরে নেওয়ার পুরো কৃতিত্ব শাদাবের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫২ বলে ১০ চারে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন শাদাব। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস: ৪৮.১ ওভারে ১৭৪ (শাদাব ৫৬, সোহেল ২৮, শফিক ২৭; ব্রড ৩/৩৮, অ্যান্ডারসন ৩/৪৩, ওকস ৩/৫৫, কুরান ১/৩৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App