সব
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সংসদে আস্থা ভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর আগে মারিয়ানোর দল দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে সংসদে আস্থা ভোটের প্রস্তাব করেন সমাজতান্ত্রিক পার্টির নেতা পেদ্রো স্যাঞ্চেজ।
শুক্রবারের ভোটের আগে স্যাঞ্চেজ বলেন, নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি আমাদের দেশের ইতিহাসে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিজে দায়িত্ব নিতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে আধুনিক স্পেনে পার্লামেন্টে আস্থা ভোটে আর কোনো প্রধানমন্ত্রী হেরে যাননি। ২০১১ সাল থেকে পিপলস পার্টির এই নেতা ক্ষমতায় ছিলেন।
তবে হেরে যাওয়ার পরও তেমন ক্ষোভ নেই তার। তিনি বলেন, যে স্পেন আমি সেই সময় পেয়েছি, তার চেয়ে ভালো রাষ্ট্রের জন্য পদত্যাগ করাটাই সম্মানের।
জানা গেছে, একশ ৬৯ জনের সমর্থন পেয়েছেন তিনি। তবে একশ ৮০ জন সংসদ সদস্য তার বিরোধিতা করেছেন।