×

তথ্যপ্রযুক্তি

বাজারে এইচপির নতুন গেইমিং ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৮, ০৫:২৪ পিএম

বাজারে এইচপির নতুন গেইমিং ল্যাপটপ
নতুন ডিজাইন আর হার্ডওয়্যারে এসেছে এইচপি ওমেন গেইমিং ল্যাপটপ। আরও পাতলা বডি ও চিকন বেজেলের ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপগুলোর ওজনও কমেছে অনেকটা। মূল্যের দিক থেকে ওমেন এখনো তাদের বাজেট গেইমিং ল্যাপটপের অবস্থান ধরে রেখেছে। আগের মডেলের ডিজাইনের সঙ্গে নতুনটির বেশ মিল রয়েছে। যুদ্ধ বিমানের মত ভেন্ট, তীক্ষ্ম্ ডিজাইনের ল্যাপটপগুলো আগের মডেলগুলোর চেয়ে প্রায় ৫ শতাংশ পাতলা, ৭ দশমিক ৪ শতাংশ কম চওড়া। ডিসপ্লের বেজেল কমানো হয়েছে পাশে ৬৫ শতাংশ আর ওপরে ৩৫ শতাংশ। এবারের মডেলগুলোর ওজন ৫ থেকে ৫ দশমিক ৩ পাউন্ড পর্যন্ত। কনফিগারেশনেও আনা হয়েছে নতুনত্ব। প্রসেসর দেয়া হয়েছে ইন্টেল ৮ম প্রজন্মের, কিছু মডেলে ৬ বা ৮ কোর পর্যন্ত প্রসেসর রয়েছে। জিপিউ থাকছে এনভিডিয়া জিটিএক্স ১০৫০ থেকে ১০৭০ ম্যাক্স-কিউ। নতুন প্রসেসরগুলো আগের মডেলের চেয়ে কিছু ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত শক্তিশালী। ডিসপ্লে দেয়া হয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চি, ১০৮০ থেকে ২১৬০পিক্সেল রেজুলেশন। রিফ্রেশরেট ৬০ হার্জ থেকে ১৪৪ হার্জ, প্রিমিয়াম মডেলে রয়েছে এনভিডিয়া জি-সিঙ্ক। ল্যাপটপগুলোর মূল্য ৯৫৯ ডলার বা ৮১ হাজার টাকা থেকে শুরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App