×

জাতীয়

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ০১:২৫ পিএম

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ঢাকাসহ সারাদেশে আজ সোমবার দিন ও রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসছে বলে আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর। সোমবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়। আরও বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব বঙ্গোপাসাগর পর্যন্ত অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App