×

অর্থনীতি

পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বার্নিকাটের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ১০:৫৩ পিএম

পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বার্নিকাটের
অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মেয়াদ শেষ হলে পোশাক শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। সোমবার রাজধানীতে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ শিক্ষাসফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অ্যাকর্ড ও অ্যালায়েন্স নিয়ে আমাদের ভাবতে হবে। তা না হলে শ্রমিক নিরাপত্তাসহ এ খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা এ শিক্ষাসফরের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। আমরা ফেলোশিপপ্রাপ্তদের নিয়ে যুক্তরাষ্ট্রে একটি সংবাদ সম্মেলন করব। সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক শিল্প আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এর ওপর সংবাদ পরিবেশনে দক্ষতা এ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। তাই পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেসব সাংবাদিক ভাই-বোনেরা পোশাক শিল্পের ওপর সংবাদ কাভার করেন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্ব অনুধাবন করেই বিজিএমইএ এবং বিইউএফটি যৌথভাবে এই জার্নালিজম ফেলোশিপ ২০১৫ সালে আয়োজনের উদ্যোগ নিয়েছিল। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো আমরা এই ফেলোশিপ আয়োজন করছি। ফেলোশিপের জন্য আবেদনকারী সাংবাদিকদের মধ্য থেকে ইতিমধ্যে ছয়জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। তিনি বলেন, ফেলোদেরকে নির্বাচন করার জন্য আমরা তিনজন অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্বের সহায়তা নিয়েছি। তাদের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে নির্বাচিত ফেলোগণ প্রশিক্ষণাধীন রয়েছেন। ফেলোশিপের তিনজন মেন্টর মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত এবং সৈয়দ ইশতিয়াক রেজা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সুচারুভাবে ফেলোশিপ প্রোগ্রামটি তত্ত্বাবধান করছেন। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের পাশাপাশি যদি আমরা ফেলোদের জন্য বিদেশে শিক্ষাসফরের ব্যবস্থা করতে পারি তাহলে তারা পেশাগত দিক থেকে আরো সমৃদ্ধশালী হবেন। বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৭ প্রোগ্রামের জন্য নির্বাচিত ছয় ফেলো তিন মেন্টরের তত্ত্বাবধানে আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে। এ শিক্ষাসফরে তারা পোশাকশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, সরকারি সংস্থা, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, পোশাক ব্র্যান্ড, ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফেলোশিপপ্রাপ্ত ছয় সাংবাদিক হলেন- দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু হেনা মুহিব, কালের কণ্ঠের রাশেদুল তুষার, ডেইলি সানের জসিম উদ্দিন, মানবকণ্ঠের মফিজুল ইসলাম, এনটিভির হাসানুল শাওন, একাত্তর টিভির কাবেরী মৈত্র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিএমইএ সহ-সভাপতি এস এম মান্নান কচি, মাহমুদ হাসান খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App