×

জাতীয়

মাদক নির্মূলের নামে বিরোধী নেতাকর্মীদের টার্গেট: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ০৮:১০ পিএম

মাদক নির্মূলের নামে বিরোধী নেতাকর্মীদের টার্গেট: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‌‘এবারের মাদকবিরোধী অভিযানের নামে বিচার বহির্ভূতভাবে প্রায় ৭৫ জনকে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানে মাদক নির্মূলের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং নতুন করে টার্গেট করা হচ্ছে।’

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ‘গোটা দেশকে হত্যার বধ্যভূমিতে পরিণত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। শুক্রবার রাতেও পাঁচ জেলায় সাতজনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা সবার জন্য রীতিমতো উদ্বে, ভয় ও বিপদের কারণ হতে পারে।’

তিনি বলেন, ‘অনেক পরিবারের অভিযোগ- তুলে নিয়ে গিয়ে পুলিশের দাবিকৃত টাকা দিতে না পারায় রাতে বিচার বহির্ভূতভাবে নিরীহ লোকদের হত্যা করা হয়। একদিকে জনগণকে ভয় পাইয়ে দিতে সরকারি চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে, অন্যদিকে নিরীহ লোকদের ধরে হত্যা ও হত্যার ভয় দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলছে ঈদের আগে রমরমা বাণিজ্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App