×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে আলোচনার বসতে প্রস্তুত উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ১২:১১ পিএম

ট্রাম্পের সঙ্গে আলোচনার বসতে প্রস্তুত উত্তর কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার বসতে উত্তর কোরিয়া যেকোনো সময় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি গুয়ান। শুক্রবার বিবিসির এক প্রতিবেদন এমনটি জানানো হয়েছে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা উত্তর কোরিয়া সফর করেন। এছাড়া কোরীয় উপদ্বীপে শান্তি ও ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফলপ্রসু বৈঠকও করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই দুই নেতার বৈঠকের ব্যাপারে আশা জাগলেও গতকাল বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ‘রাজনৈতিক পুতুল’ বলে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। কিমের কাছে বৈঠক বাতিলের চিঠিতে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এক চিঠিতে ট্রাম্প বলেন, আপনার সঙ্গে সেখানে মিলিত হওয়ার জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনক হলো, আপনার সাম্প্রতিক বিবৃতিতে প্রদর্শিত ‘জঘন্য ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা’র কারণে আমার মনে হয়েছে, দীর্ঘপরিকল্পিত এই বৈঠক এই মুহূর্তে যথাযথ হবে না। ট্রাম্প তার চিঠিতে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করলেও এখনই এ বৈঠকের সময় নয় বলে উল্লেখ করেন। এছাড়া কোনো এক সময় বৈঠকে বসবেন বলেও আশ্বাস দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে দুঃখজনক' বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের বৈঠক বাতিলের সিদ্ধান্ত সঠিক নয় জানিয়ে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি গুয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও সময় বৈঠকে বসতে প্রস্তুত উত্তর কোরিয়া। এই দুই নেতার বৈঠকের ব্যাপারটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে জানান উত্তর কোরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী সোয়ে চোন হুই। আর বৈঠক বাতিল হলে দুই দেশ আবারও পারমাণবিক শক্তি প্রকাশে লিপ্ত হবে বলেও সতর্ক করে উত্তর কোরিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App