×

জাতীয়

আট জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ১১:৪৬ এএম

আজও সারাদেশে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ১, ফেনীতে ১, জামালপুরে ১, রংপুরে ১, ঠাকুরগাঁওয়ে ১, লালমনিরহাটে ১ ও গাইবান্ধায় ১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার শাহিন মিয়া (৩০), কুমিল্লা সদর উপজেলার নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফটিক ওরফে গাফফার (৩৭), একই জেলার ভেড়ামারা উপজেলার লিটন শেখ (৪০), ফেনীর শহরতলী এলাকার মো. ফারুক (৩৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজু মিয়া ও জামালপুরের শহরতলী এলাকায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আমাদের রংপুর প্রতিনিধি জানান, ভোরে রংপুর সদর উপজেলার হাজিরহাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহিন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহিন তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কুমিল্লার প্রতিনিধি জানান, রাতে কুমিল্লা সদর উপজেলার গোমতি নদীরপাড় সংলগ্ন সামারচর এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন। কুষ্টিয়ার প্রতিনিধি জানান, রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় ও ভেড়ামারা উপজেলার হাওয়াখালী ইটভাটা মাঠে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ফটিক ওরফে গাফফার (৩৭) ও লিটন শেখ (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফটিক ও লিটন মাদক বিক্রেতা বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ও ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম। ফেনী থেকে আমাদের প্রতিনিধি জানান, রাতে ফেনীর শহরতলীর কালিপাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ফারুক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক মাদক বিক্রেতা বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে প্রাইভেটকার, ২২ হাজার ইয়াবা, ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়। গাইবান্ধার প্রতিনিধি জানান, ভোরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছি গ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজু মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব-১৩ গাইবান্ধা। জামালপুর প্রতিনিধি জানান, ভোরে জামালপুরের শহরতলী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা, পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমাড়ী ফার্ম নামক স্থানে বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ থানার যৌথ অভিযানে পুলিশের গুলিতে আলতাফুর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে সশস্ত্র মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এ বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। লালমনিরহাটের প্রতিনিধি বলেন, ভোরে লালমনিরহাট সদর উপজেলার ধরলার চরাঞ্চলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এশার আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। নিহত এশার আলী চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে ২০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, গুলির খোসা ও ৬টি রামদা জব্দ করা হয়। সবগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App