×

জাতীয়

আরও দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ০৪:৪৩ পিএম

আরও দুই মামলায় হাইকোর্টে খালেদার  জামিন আবেদন
  আরও দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় পতাকা অবমাননা, দেশের মানচিত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে মামলাগুলো করা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে। মামলা দুটিতে জামিন আবেদনের অনুমতি চেয়ে আজ মঙ্গলবার আবেদন করেন তার আইনজীবীরা। অনুমতি পেয়ে জামিন আবেদন দাখিল করেন তারা। আদালতে অনুমতি চান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন দলের আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল ও মাসুদ রানা। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। আইনজীবী মাসুদ রানা বলেন, আগামীকাল বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে। দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলাটি করা হয়। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এই মামলা করেন। মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর চলতি বছরের ১২ এপ্রিল আইনজীবীরা এ মামলায় তার জামিন চান। গত ১৭ মে আদালত তৃতীয় দফায় সময় পিছিয়ে আদেশের জন্য আগামী ৫ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এদিকে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ২৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু জামিন না দিয়ে ১৭ মে শুনানির দিন নির্ধারণ করেন আদালত। পরবর্তীতে ওই তারিখে তার গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আদেশ দিয়ে ৫ জুলাই জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়। এ অবস্থায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App