×

জাতীয়

পচা খাবার বিক্রির দায়ে ৯ দোকানকে ৪ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ০৭:৩৫ পিএম

পচা খাবার বিক্রির দায়ে ৯ দোকানকে ৪ লাখ টাকা জরিমানা
পচা ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর নিউমার্কেট এলাকার ৯ ফাস্ট ফুড দোকানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। তিনি জানান, পচা ও বাসি খাবার রাখার দায়ে নিউমার্কেট এলাকার কিংস ফাস্ট ফুডের মালিক জহিরকে ৫০ হাজার টাকা, ক্যাপ্রে ফাস্ট ফুডের মালিক সোহাগকে ৫০ হাজার টাকা, পেঞ্জি জুস কর্নারের মালিক ইব্রাহিমকে ৫০ হাজার টাকা, ওয়েলকাম ফাস্ট ফুডের মালিক তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা, ফুড কর্নারের মালিক মুসা বাহাদুরকে ১ লাখ টাকা, আল-আমিন ড. ফুডের মালিক ইউনুছকে ৫০ হাজার টাকা, সৈকত ফাস্ট ফুডের মালিক মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা, ক্যাপিটাল ফাস্ট ফুডের মালিক রাজিবকে ৫০ হাজার টাকা ও আল-জাবের ফাস্ট ফুডের মালিক ফয়সালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসজুড়ে ডিএমপির এ ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App