×

অর্থনীতি

জালনোট প্রতিরোধে আসল নোটের বিজ্ঞাপণ প্রচারে ব্যাংকগুলোকে নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৮, ০৮:২০ পিএম

জালনোট প্রতিরোধে আসল নোটের বিজ্ঞাপণ প্রচারে ব্যাংকগুলোকে নির্দেশ

পবিত্র রমজান মাস উপলক্ষে জাল নোট চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও চিত্র রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরে প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ থেকে ১৪ জুন পর্যন্ত এটি প্রচার করতে হবে। ঢাকার ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপণে বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনের স্থাপিত টিভিতে ভিডিওচিত্রটি দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, প্রদান ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জালনোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোটগুলো পরীক্ষা করতে হবে।

প্রজ্ঞাপণে আরও বলা হয়েছে, আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও চিত্রটি সংযুক্ত সূচি অনুযায়ী ঢাকা শহরে এবং বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসমূহের নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে প্রচার করতে হবে। কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করার কথা বলা হয়েছে। শ্যামলী, ফার্মগেইট, শাহবাগের মত গুরুত্বপূর্ণ ৫৬টি স্থানে এ ভিডিও প্রচারের জন্য ৫৬টি ব্যাংককে তারিখ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিটি ব্যাংক তাদের নির্ধারিত স্থান ও তারিখে এই ভিডিও প্রদর্শন করতে হবে। প্রতিটি ব্যাংককে চার বার করে ভিডিও প্রচারের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App