×

বিনোদন

ঈদের শুটিংয়ে ব্যস্ত শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ১২:৫৮ পিএম

ঈদের শুটিংয়ে ব্যস্ত শিল্পীরা
প্রতি বছরই ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত নাটক। নব্বই দশকে ঈদের ছুটিতে সব কাজের ফাঁকে দলবেঁধে বিটিভির নাটক দেখা ছিল ঈদ আনন্দের অংশ। এখন দেশে টেলিভিশন চ্যানেল বেড়েছে। ফলে শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রও বেড়েছে। প্রায় সব ক’টি টিভি চ্যানেল ঈদের অনুষ্ঠানমালায় প্রচার করে বিশেষ খন্ড নাটক ও ধারাবাহিক। এ বছরও টিভি চ্যানেলে প্রচার হবে প্রায় তিন শতাধিক নাটক। এ ছাড়া ইউটিউব চ্যানেলের জন্যও নির্মিত হচ্ছে নাটক। ফলে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রোজা শুরু হওয়ার আগে থেকেই শিল্পী-কলাকুশলীদের ঈদের নাটকের শুটিং ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রথম সারির নির্মাতারা দম ফেলারও সুযোগ পাচ্ছেন না। বিগত কয়েক বছরই ঈদের নাটকে সবচেয়ে বেশি উপস্থিতি থাকে মোশাররফ করিম, সজলের। এ ছাড়া ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, আ খ ম হাসান, রওনক হাসানের চাহিদা থাকে বেশি। অভিনেত্রীদের মধ্যে তিশা, মম, নাদিয়া, রিমি করিম, ঈশানার ব্যস্ততা বেশ চোখে পড়েছে। টানা শুটিং নিয়ে এখন ব্যস্ত অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘এ বছর খুব বেশি কাজ করা হয়নি। নতুন একটা মঞ্চনাটকে অভিনয় করছি। নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ এর প্রযোজনায় ‘রুধিররঙ্গিণী’ নামের নাটকটিতে অভিনয় করতে গিয়ে রিহার্সালে সময় দিতে হয়েছে। চলতি মাসের ১৫-১৯ মে টানা পাঁচ দিন নাটকটি জাতীয় নাট্যশালা পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে। এরই ফাঁকে কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেগুলো প্রচার হবে।’ গত কয়েক বছর ধরেই ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায় না তিশাকে। মাঝে সিনেমায় ব্যস্ত হয়েছেন। বাণিজ্যিক ধারার সিনেমায়ও অভিনয় করেছেন। তবে টিভি নাটক থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিশা। এবারের ঈদের জন্য এরই মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। জাকারিয়া শৌখিনের ‘শহরে নতুন প্রেমিক’ নাটকে তিশা জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। এ ছাড়া সাগর জাহানের মাহিন সিরিজের ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘মাছের দেশের মানুষ’ নামের দুটি নাটকে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। এ ছাড়া গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’ শিরোনামের একটি ঈদের নাটকে তিশা থাকছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘এখন দেশে অনেক টিভি চ্যানেল, ফলে সব চ্যানেল মিলে অনেকগুলো নাটক ঈদ উপলক্ষে প্রচার হয়। এবারের ঈদে আমি বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। সামনে আরো কয়েকটি নাটকের শুটিং হবে।’ রোজার মাসজুড়ে উত্তরার শুটিং হাউসগুলোর শিডিউল পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানা গেছে। এ ছাড়া পুবাইল, হাতিরঝিলসহ নানা জায়গায় এখন চলছে ঈদের নাটকের শুটিং। অভিনেত্রী রিমি করিম বলেন, ‘টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে। এবারের ঈদে বেশ কয়েকটি ভালো নাটক প্রচার হবে।’ প্রতি বছরের মতোই চাঁদ রাত পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। নির্মাতা সাগর জাহান গত সপ্তাহে শুটিং করেছেন কক্সবাজারে। এর আগের ঈদগুলোতে তার সিকান্দার বক্স, আরমান ভাই নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এ বছরও তিনি নির্মাণ করছেন বেশ কয়েকটি নাটক। সব মিলিয়ে এখন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত শিল্পী-কলাকুশলীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App