×

জাতীয়

১৮ মে ওআইসি সামিট: হাসিনাকে ফোনে আমন্ত্রণ ইলদিরিমের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ০৯:২৭ পিএম

১৮ মে ওআইসি সামিট: হাসিনাকে ফোনে আমন্ত্রণ ইলদিরিমের
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রেক্ষাপটে বিশেষ সম্মেলন ডেকেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনাকে ফোন করেন তুরস্কের প্রধানমন্ত্রী। দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ফোনালাপে শেখ হাসিনাকে ইলদিরিম বলেছেন, আগামী ১৮ মে (শুক্রবার) ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সম্মেলন আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি। প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। শেখ হাসিনাও মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের শক্তিপ্রয়োগের নিন্দা করে বলেন, এটা মানবাধিকার লঙ্ঘন। তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করায় শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। গত সোমবার (১৪ মে) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভে নামলে তাদের দমনে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ যায় নিরীহ-নিরস্ত্র ৫৮ ফিলিস্তিনি নাগরিকের, যাদের মধ্যে রয়েছে শিশুও। ১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে নিজের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেদিনকে স্মরণ করে প্রতিবছর নাকবা (মহাবিষাদ) দিবস পালন করে ফিলিস্তিনিরা। ভিটে-মাটিতে প্রত্যাবর্তনে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল ফিলিস্তিনিরা। এরমধ্যে সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সোমবার ট্রাম্প প্রশাসন তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে চালু করলে আরও ক্ষুব্ধ হয় ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা, এই দূতাবাস খোলার মাধ্যমে পুরো জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। যদিও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে এরইমধ্যে ঘোষণা করেছে ওআইসির নেতৃত্বে মুসলিম বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App