×

খেলা

বার্সার কাছে হেরেছে রিয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০১৮, ০৪:০৬ পিএম

বার্সার কাছে হেরেছে রিয়াল
লা লিগার গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে। তবে তাদের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদকে ধরে ফেলার। তবে সেভিয়ার কাছে ৩-২ গোলে হেরে তা আর সম্ভব হয়নি লস ব্লাঙ্কোসদের পক্ষে। নিজের কৈশোরের ক্লাব সেভিয়ার বিপক্ষে এদিন একটি পেনাল্টি মিস করেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস, একটি আত্মঘাতী গোলও করেছেন। এদিন দ্বিতীয় সারির দলই মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তাদের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েলের বাড়ানো লম্বা বল থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের। ৪৫তম মিনিটে দলটি আবার এগিয়ে যায়। ফরাসি মিডফিল্ডার স্তিভেন জঞ্জির বাড়ানো বল থেকে গোল করেন মেক্সিকান ডিফেন্ডার মিগুয়েল লায়ুন। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল রিয়াল। নিজেদের ডি বক্সে ইতালিয় মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেজ ফাউল করেন রিয়ালের স্প্যানিশ উইঙ্গার লুকাস ভাসকেজকে। তবে অধিনায়ক রামোসের নেয়া জোরালো স্পটকিক ক্রসবারে বাধা পায়। তবে দুর্ভাগ্য তখনও বাকি ছিল রামোসের জন্য। ৮৪ তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার গাব্রিয়েল মারকাদোর ক্রস স্লাইড করে বিপদমুক্ত করার চেষ্টা করেন তিনি। তবে বল জড়িয়ে যায় জালে। এর ৩মিনিট পর রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকা বোরহা মায়োরাল। মার্কো অ্যাসেনসিওর দারুণ একটা ক্রস থেকে হেড করে বল জালে জড়ান তিনি। যোগ করা সময়ে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার অবশ্য ভুল করেননি রামোস। গোল করে ব্যবধান আরো কমিয়ে আনেন তিনি। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হারে তার দল। রামোসের ক্যারিয়ারে দুইটি আত্মঘাতী গোল এবং তা সেভিয়ার বিপক্ষেই। এই পরাজয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকায় তৃতীয় স্থানে আছে রিয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App