×

জাতীয়

বিমানের সেবার মানে অসন্তুষ্ট খোদ বিমানমন্ত্রী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ০৯:১৯ পিএম

বিমানের সেবার মানে অসন্তুষ্ট খোদ বিমানমন্ত্রী
রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে নানা সময় যাত্রীদের অসন্তোষের পর এবার বিরক্তি প্রকাশ করলেন পাঁচ মাস আগে দায়িত্ব নেয়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল। বলেছেন, মন্ত্রী হয়েই যখন তিনি খুশি নন, তখন সাধারণ যাত্রীরা আর কী বলবেন। বিমানের যাত্রী সেবার মান উন্নয়নে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বিশেষভাবে অগ্রধিকারভিত্তিতে লাগেজ নিয়ে সমস্যার সমাধান করতে চান তিনি। এ জন্য দায়িত্বও দেয়া হয়েছে কর্মকর্তাদের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদে’-এটিজেএফবি আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বিমানমন্ত্রী তার এই অসন্তোষের কথা বলেন। কী কী কারণে মন্ত্রী বিমানের ওপর নাখোশ, সেটাও জানান। বলেন, ‘বিমান থেকে নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু কেন?’ ‘আমি মন্ত্রী, আমি নিজেই বাংলাদেশ বিমানের সেবা নিয়ে সন্তুষ্ট না। অন্যের কথা কী বলব।’ ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বিমানমন্ত্রী করা হয়। চলতি বছরের শুরুর দিকে মন্ত্রিসভায় রদবদলে মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং লক্ষ্মীপুরের সংসদ সদস্য শাহাজান কামালকে বিমান মন্ত্রী করা হয়। মেননের চার বছরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক ঘটনায়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে যুক্তরাজ্য ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে আকাশপথে কার্গো বহনে নিষেধাজ্ঞা দেয়, যা পরে তুলে নেয়া হয়েছে। ২০১৬ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী একটি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনাও আলোড়ন তোলে। আওয়ামী লীগের কেউ কেউ সে সময় বিমানমন্ত্রী মেননের পদত্যাগেরও দাবি তোলেন ফেইসবুকে। গত ৪ মে সচিবালয়ে নতুন মন্ত্রীকে স্বাগত জানিয়ে বিদায়ী মন্ত্রী মেনন বিমানের বিষয়ে তাকে সতর্ক করেন। মেনন সেদিন বলেন, ‘আপনার একটা বক্তব্য টেলিভিশনে খুব জোরেশোরে প্রচার হচ্ছে। এটা ঠিক যে বিমান নিয়ে অনেক সঙ্কট আছে। এটা নিয়ে সবচেয়ে বেশি গালি খাবেন। বিমানের এমডি সাহেবের সামনেই বলছি, আমাদের যত অর্জন সব বিমানেই শেষ হয়ে যায়।’ ‘আপনি বিমান নিয়ে সঙ্কটে থাকবেন, কিছুটা এই সেন্সে যে লাগেজ দেরি হয়ে গেছে তিন ঘণ্টা। তবে আপনাকে এটা বলি, এই বোর্ড আসার পর প্রথম লাগেজ ২০ মিনিটে এবং শেষ লাগেজ ৮৫ মিনিটে দেওয়ার ব্যবস্থা হয়েছে।’ মেনন সেদিন এমনও বলেন, ‘অন্যদেশে আধা ঘণ্টা হেঁটে ইমিগ্রেশন করতে হয়, আমাদের এখানে প্লেন থেকে নেমেই ইমিগ্রেশন ও প্লেন থেকে নেমেই লাগেজ। অন্য দেশে যে আধা ঘণ্টা হাঁটে, সেটা মনে থাকে না। এসেই বলে আমার লাগেজ নেই।’ শাহাজান কামাল বলেন, ‘আমাকে দুইজন মন্ত্রী বলেছেন, লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনাদের কথা মনে রাখবে।’ মরক্কোর বিমানের সঙ্গে বাংলাদেশ বিমানের সেবার তুলনা করে বিমানমন্ত্রী বলেন, ‘মরক্কোতে যদি ২০ মিনিটের মধ্যে লাগেজ দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারব না। আমাদের কী সমস্যা, কী লাগবে?’। এই সমস্যা সমাধানে কী করেছেন, জানতে চাইলে শাহজাহান কামাল বলেন,‘এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে ডেকে দ্রুত এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। তিনি আমার কাছে দুই মাসের সময় চেয়েছেন।’ এভিয়েশন ও পর্যটনখাতের সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর সমাধানের আশ্বাসও দেন বিমানমন্ত্রী। বলেন,, ‘পর্যটন খাতে বরাদ্দ বৃদ্ধি, এ সেক্টরে প্রণোদনা প্রদান, টিকিটের কমিশনের ওপর ভ্যাট প্রত্যাহার, প্রতিবছর পর্যটন পদক প্রদানসহ এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি।’ আয়োজক সংগঠন ডিআরইউ-এটিজেএফবির সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App