×

বিনোদন

বাংলার ব্যতিক্রমী গোয়েন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৮, ০৩:৪১ পিএম

বাংলার ব্যতিক্রমী গোয়েন্দা
‘হাসিখুশী ভদ্রবেশী আদ্যোপান্ত ভেতো, মধ্যবিত্ত শান্তচিত্ত আলুপোস্ত তেতো।’ চেহারা আর পোশাকের আদল দেখে ভ্রম হতে পারে, ফেলুদা সিরিজের কোনো নতুন জটায়ুকে দেখছিনা তো! মাথাভর্তি টাক, ইয়া বড় গোঁফ আর গালভর্তি হাসি নিয়ে ছোটখাটো মাঝবয়সী কোনো মানুষকে যে জটায়ু ভিন্ন ভাবা যায়, সেই ভাবনার দুয়ার খুলে দিল ওয়েব সিরিজ ‘একেনবাবু’। শ্রী ভেঙ্কেটেশ ফিল্মসের মালিকানাধীন কলকাতাভিত্তিক সাবস্ক্রিপশন মোবাইল অ্যাপ ‘হইচই’য়ের জন্য নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ যার ইতোমধ্যেই প্রথম সিজনের দশটি পর্ব মুক্তি পেয়ে গেছে। আর এরইসঙ্গে বাংলার গোয়েন্দাভক্তরা নতুন এক গোয়েন্দার খোঁজ পেল। নাম তার একেন্দ্র সেন। সেখান থেকে একেন সেন, তথা একেনবাবু যিনি থাকেন কলকাতায়। মুখে বলেন, সরকারের কেরানি তিনি, ছ্যাঁচড়া কাজ তার। কিন্তু আদতে তিনি সরকারি গোয়েন্দা। সরকারের দেয়া কাজেই তার ব্যাঙ্গালোর আসা। প্রথম দর্শনে বোকাসোকা, একগুঁয়ে কিন্তু বিনয়ী একেন বাবু হোটেল থেকে বিতাড়িত হন হোটেলের দরজা খুলে গোসল করার দায়ে! এরপর গিয়ে ওঠেন তার এক বন্ধু গবেষক-শিক্ষক বাপিবাবুর বাড়িতে। অনবরত স্যার স্যার ডেকে আর খাওয়ার সময় পেঁয়াজ, কাঁচামরিচ, লেবুর বায়না ধরে খুব সহজেই বাপিবাবুর মনে জ্বালা ধরিয়ে দেন তিনি। গল্পে ঢুকে পড়ে আরেক চরিত্র, বাপিনবাবুর বন্ধু প্রমথ সমাদ্দার। প্রমথের ফ্লাটে এসে অনেকটা দুম করেই খুন হয়ে যান তার বাড়িতে আসা আরেক অতিথি। গল্পের রহস্য জমে ওঠে সেই খুনকে ঘিরে, জানা যায়, খুনের পেছনে রয়েছে একটা দামি পাথর, একখানা মুনস্টোন। সেই দুর্লভ পাথরের চোরকে আর খুনিকে খুঁজতে লেগে পড়েন একেনবাবু। তবে বাকিদের থেকে অনেকটা গোয়েন্দা পরিচয় গোপন রেখেই। সাধারণত গোয়েন্দাগল্প থেকে একেনবাবু অনেক দিক দিয়েই আলাদা। গোয়েন্দা সিরিজের ট্রাডিশনাল কনসেপ্টের মতো এখানে একেন সেনের কোনো সহকারী নেই, যেমনটা ফেলুদার তোপসে, ব্যোমকেশের অজিত কিংবা শার্লক হোমসের ওয়াটসন ছিল। সাধারণত গোয়েন্দা চরিত্রের সঙ্গে নায়কোচিত যে ব্যাপারটা লক্ষ করা যায় সেটির উপস্থিতি একেবারেই একেনবাবুতে নেই। ভিন্নধর্মী এই গোয়েন্দার সঙ্গে কেবল একজনেরই তুলনা চলে আর সে হলো ব্রিটিশ লেখিকা আগাথা ক্রিস্টির চরিত্র এরকুল পোয়ারোর (ঐবৎপঁষব চড়রৎড়ঃ)। ম্যানহাটনে মুনস্টোন নামক যে উপন্যাস অবলম্বনে একেনবাবুর প্রথম সিজনের সৃষ্টি সেটি মূলত একই নামের একটি গোয়েন্দা সিরিজ যার লেখক ওপার বাংলার সুজন দাশগুপ্ত। লেখকের বর্ণনা অনুযায়ী একেন সেনের মাথায় উস্কখুস্ক চুল, ক্যাংলা শরীর। পরনে নোংরা শার্ট, দলামোচা করা কোট। ওদিকে হইচইয়ের একেন বাবুর বর্ণনাতো লেখার শুরুতেই দেয়া হলো। গল্পের সঙ্গে আলাদা করে একেনবাবুকে অনেকটা জটায়ুর লুক দেয়াটা পুরাটাই পরিচালকের দৃষ্টিভঙ্গি থেকে করা। এক লাইনে বললে সিরিজটির একেনবাবু যেন বুদ্ধিতে ফেলুদা কিন্তু দেখতে জটায়ু। ওয়েব সিরিজটি পরিচালনা করেছে অনির্বাণ মল্লিক ও একেনবাবুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন যিনি তার নাম অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথ চরিত্রে অভিনয়ে ছিলেন যথাক্রমে সৌম্য ব্যানার্জী ও দেশপ্রিয় বাগচী। পর্দায় যেরূপে একেনবাবুর আবির্ভাব হলো এতে করে পরিচালক সন্দীপ রায় তার পরবর্তী ফেলুদার ছবিতে নির্দ্বিধায় জটায়ু চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে ভেবে ফেলতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App