×

জাতীয়

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৮, ১১:০৬ এএম

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে আজ সোমবার জেলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দিয়েছে। হরতালের সমর্থনে সকালে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীঘিনালায় সকাল বেলা দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাছাড়া, জেলা সদরের স্বনির্ভর এলাকার কাছে দুই টমটমের গ্লাস ভাঙার খবর পাওয়া গেছে। হরতালের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরের অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময় সড়কের উপর টায়ার জ্বালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশ পাহারায় শহরে প্রবেশ করছে। তাছাড়া শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, গত ৪ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে জনসংহতি সমিতির নেতাকর্মীদের বহনকারী গাড়ি বহরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মাইক্রো চালক মো. সজিবসহ ৫ জন নিহত ও ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। অন্যদিকে গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির জেলার মহালছড়ির মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে অপহৃত হন মাটিরাঙা উপজেলার পিকআপভ্যান চালক বাহার মিয়া, কাঠ ব্যবসায়ী সালাহ উদ্দিন ও মহরম আলী। পরিবারের দাবি মুক্তিপণের টাকা দেয়ার পরও তাদের ছেড়ে দিচ্ছে না অপহরণকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App