×

আন্তর্জাতিক

লন্ডনে ইহুদীদের ধর্মীয় উৎসবে বিস্ফোরণ, আহত ১০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ১০:২৭ পিএম

লন্ডনে ইহুদীদের ধর্মীয় উৎসবে বিস্ফোরণ, আহত ১০
ন্ডনের স্ট্যামফোর্ড হিল এলাকায় ‘ল্যাগ বাওমার’ (Lag BaOmer) নামে ইহুদীদের একটি উৎসবে বোনফায়ার থেকে বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নিজেদের সম্প্রদায়ের বিশেষ ছুটির দিবস উদযাপনে ইহুদীরা জড়ো হয়ে ওই আগুন জ্বালিয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশাল সংখ্যক লোক জড়ো হয়ে ওই আগুন জ্বালানোর অপেক্ষা করছিল। প্রচুর তেল ঢালার পর ওই বোনফায়ারে আগুন দিতে গেলেই বিস্ফোরণ ঘটে। ইয়েশিভা ওয়ার্ল্ড নামের ইহুদী সংবাদ মাধ্যম প্রতক্ষ্যদর্শীদের বরাতে জানায়, এক রাবাই (ইহুদী ধর্মগুরু) প্রযুক্তির বিপজ্জনক দিকগুলো নিয়ে আলোচনা করার পর অনেকেই ওই বোনফায়ারে তাদের স্মার্টফোন ফেলে দেন। তবে স্মার্টফোনের কারণে নয় বরং তেলের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লন্ডর ফায়ার বিগ্রেড জানিয়েছে, তাদের অগ্নিনির্বাপন কর্মীরা সেখানে মাত্র ১৫ মিনিট ছিলেন। তবে আগুনের কারণ নিয়ে কোনো তদন্ত করা হয়নি। লন্ডন মেট্রো পুলিশ জানিয়েছে, আগ্নি বিস্ফোরণে যে ১০ জন আহত হয়েঝে তাদের মধ্যে কেউই খুব বেশি দগ্ধ হয়নি। আর এর পেছনে কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যও ধরা পড়েনি। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট ও বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App