×

আন্তর্জাতিক

রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত সিরিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ০৪:১২ পিএম

রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত সিরিয়ায়
সিরিয়ায় সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপর রাশিয়ার একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই যুদ্ধবিমানের দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার মেইমিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর রুশ যুদ্ধবিমান এসইউ-৩০এসএম ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটিকে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচাতে শেষ মিনিট পর্যন্ত প্রাণপণ লড়াই করেছেন ওই দুই পাইলট। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানের উভয় পাইলটই মারা গেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিধ্বস্ত হলেও বিমানটি আগুন ধরেনি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সিরিয়ায় রাশিয়ার অন্তত ৮৬ কর্মকর্তার প্রাণহানি ঘটলো বিমান বিধ্বস্তে। গত মাসেই সিরিয়ার মেইমিম বিমান ঘাঁটিতে রাশিয়ার সেনাবাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App