×

বিনোদন

বসুন্ধরা কনভেনশনে আজ বামবার কনসার্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ০২:৪৭ পিএম

বসুন্ধরা কনভেনশনে আজ বামবার কনসার্ট
দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বামবার [বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন] কনসার্ট। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হল ৪-এ সংগঠনটি লাইভ কনসার্টের আয়োজন করেছে। দেশি ব্যান্ড সঙ্গীতের প্রসারে আয়োজিত 'বামবা লাইভ-চ্যাপ্টার ওয়ান' কনসার্টে অংশ নিচ্ছেন মাকসুদ ও ঢাকা, ফিডব্যাক, মাইলস, দলছুট, অর্থহীন, ভাইকিংস, ওয়ারফেইজ, পেন্টাগন, নেমেসিস, শূন্য ও আর্বোভাইরাস ব্যান্ড। আয়োজকরা জানান, বামবা নতুন বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় এবং দেশি ব্যান্ডগুলোকে ঐক্যবদ্ধ করে নানা ধরনের আয়োজন করছে। এবারের কনসার্টটিও সে উদ্যোগের একটি অংশ। আয়োজকরা আরও জানান, আজ বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। জনপ্রিয় ১১টি ব্যান্ড শোনাবে তাদের জনপ্রিয় গানগুলো। বামবার আয়োজিত সর্বশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত এই কনাসার্টে সোলস, নগর বাউল, মাইলস, এলআরবি, ঢাকা, অর্থহীন, প্রমিথিউস, অবসকিওর, দলছুট, শিরোনামহীন, মেটাল মেইজ, রেডিও অ্যাকটিভ, পাওয়ার সার্চ, মেকানিক্সসহ ২৪টি ব্যান্ড পারফর্ম করেছিল। এরপর তিন বছর পেরিয়ে গেলেও বামবা বড় কোনো কনসার্টের আয়োজন করেনি। দীর্ঘ বিরতির পর আবারও কনসার্টের আয়োজন নিয়ে বাবমার সভাপতি হামিন আহমেদ বলেন, বামবার কার্যক্রম শুধু কনসার্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এতদিন আমরা মেধাস্বত্ব আইন প্রণয়ন ও পাইরেসি বন্ধে নানা উদ্যোগ নিয়েছি। ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত কনসার্টের পাশাপাশি বামবা নানা ধরনের আয়োজনে অংশ নিয়েছে। কিন্তু পরিকল্পনা থাকা সত্ত্বেও নিরাপত্তাসহ নানা কারণে পরে বড় কোনো কনসার্টের সুযোগ হয়নি। শুধু বিরতি ভাঙতে নয়, 'বামবা লাইভ-চ্যাপ্টার ওয়ান' কনাসার্টের পেছনেও আরও একটি কারণ আছে। তাহলো দেশি ব্যান্ডসঙ্গীতের প্রসারে কাজ করা। সে জন্য অন্যান্য কনসার্টের সঙ্গে এবারের আয়োজনে কিছুটা হলেও পার্থক্য চোখে পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App