×

জাতীয়

নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার খালেকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ০৪:২৭ পিএম

নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার খালেকের
নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কর্র্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগের যে কোনো সময়ের তুলনায় নারীরা এখন বেশি সুযোগ-সুবিধা ভোগ করছে। বিভিন্ন ধরনের কাজে যোগদানের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করছে। নারীদের জীবনমান উন্নয়নে আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে বিশেষ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করব। গতকাল বুধবার সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি সকাল ৯টায় রায়ের মহল বড় মসজিদ রোড থেকে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেন। এ সময় এলাকাবাসীর কাছ থেকে সমস্যার কথা শোনেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, রায়ের মহল এলাকায় খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হবে। এ জন্য আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি। ডিজিটাল প্রচারণা জমজমাট : প্রযুক্তির সর্বজনীন ব্যবহার বাড়ানোর কারণে নির্বাচনী প্রচারে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ থেকে পিছিয়ে নেই খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তরুণরা বর্তমানে ডিজিটাল মাধ্যমে বেশি যুক্ত থাকায় তাদের আকৃষ্ট করতে প্রার্থীরা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছেন। পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সমর্থকরা ফেসবুকে ফ্যানপেজ খুলে প্রার্থীদের নাম, প্রতীক এবং ব্যক্তিগত ভালো দিকগুলো তুলে ধরছেন। গণসংযোগের বিভিন্ন ছবি দিয়ে করছেন ভোট প্রার্থনা। পাশাপাশি মাইকিং ও জনসংযোগের মতো নির্বাচনী প্রচারণার সনাতন পদ্ধতির সঙ্গে ডিজিটাল প্রচারণাও খুলনায় বেশ জমজমাট হয়ে উঠেছে। ডিজিটাল প্রচারণার কাজে নিয়োজিত প্রার্থীর সমর্থকরা বলছেন, নির্বাচনী সভার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসের বার্তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। তাই সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্মে নির্বাচনী প্রচারণা বেশি ফলপ্রসূ হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইতোমধ্যে তার প্রচারণার জন্য উদ্বোধন করেছেন ‘ভোট ফর খালেক’ নামে ওয়েবসাইট। বিএনপির প্রার্থী তৈরি করেছেন ‘বিএনপি খুলনা ডট কম’ নামের ওয়েবসাইট। খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আব্দুল খালেকের ডিজিটাল নির্বাচনী প্রচারণা সেলের সদস্য সফিকুর রহমান পলাশ বলেন, নির্বাচনী প্রচারে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার এখন সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ভোটারদের কাছে দ্রুত বার্তা পৌঁছানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App