×

সাহিত্য

‘বৈশাখী কবিতা’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৮, ০৬:১১ পিএম

‘বৈশাখী কবিতা’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

বৈশাখী কবিতা’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

রাজবাড়ী জেলার পাংশায় বুধবার দুপুরে ‘বৈশাখী কবিতা’ নামের সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে ‘বৈশাখী কবিতা’ সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন মল্লিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. সহিদুর রহমান, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস, রাজবাড়ী জেলা ভক্তমিশনের সভাপতি গৌর গোপাল (বাবুল চৌধুরী), মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেন, কাব্যপারের সেতু গ্রন্থর লেখক ও বাবুপাড়া ইউপি মেম্বার মো. আবুল হাশেম, শাহানুল হক (জুয়েল মাস্টার), পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার, মো. নজরুল ইসলাম ও বলাই চন্দ্র বাউলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে পাংশার অতীত ঐতিহ্য রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় সৃজনশীল সাহিত্যচর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে যুবসমাজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সৃজনশীল সাহিত্যচর্চায় উজ্জীবিত করার গুরুত্বারোপ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App