×

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের পাঁচ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০১৮, ০৫:০১ পিএম

ফেসবুকের পাঁচ ঘোষণা
চলতি বছরের শুরুটা ভালো যায়নি ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গের। ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা স্ক্যান্ডালে জড়ানোর পর ফেইসবুক এখন তাদের ভাবমূর্তি ফিরে পাওয়া জন্য বেশ মরিয়া। তাই বার্ষিক সম্মেলনের প্রথম দিনই ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ। পরিবর্তনগুলো হলো- ইনস্টাগ্রামে এআর ফিচার ফটো শেয়ারিং অ্যাপটির এক্সপ্লোর ট্যাবটিতে যুক্ত হচ্ছে এআর ফিচার। এছাড়াও, ব্যবহারকারীরা এখন গোপ্রো অ্যাপ থেকে সরাসরিই ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে পারবেন। এর পাশাপাশি স্টোরিজেও যুক্ত করা যাবে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের প্লেলিস্ট। হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল ফেইসবুক জানিয়েছে হোয়াটসঅ্যাপে প্রতিদিন সক্রিয় থাকা ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৫০ মিলিয়ন। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটিতে এখন থেকে গ্রুপ কলও করা যাবে। এতে সর্বোচ্চ চারজন একসঙ্গে কথা বলতে পারবেন। এর পাশাপাশি অ্যাপটিতে থার্ড পার্টি ডেভেলপারদের তৈরি কিছু স্টিকারও যুক্ত করা হচ্ছে। প্রাইভেসি ফেইসবুকে এখন থেকে ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করা যাবে। একইসঙ্গে ভুয়া খবর ও জাল অ্যাকাউন্টের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ। ডেটিং অ্যাপ টিন্ডারকে টেক্কা দিতে নতুন একটি ডেটিং অ্যাপ আনতে যাচ্ছে ফেইসবুক। সোশ্যাল জায়ান্টটির সিইও মার্ক জাকারবার্গের মতে, ডেটিং অ্যাপটি ক্ষণস্থায়ী নয় বরং দীর্ঘ মেয়াদী সম্পর্ক তৈরিতেই ভূমিকা রাখবে। ম্যাসেঞ্জারের ইন্টাফেইস এবার নতুন রূপ ধারণ করতে যাচ্ছে ম্যাসেঞ্জারের ইন্টাফেইস। চাইলে এতে ডার্কমোড অপশনও ব্যবহার করা যাবে। ব্যবসায়ীক কাজের সুবিধার্থে এতে একটি ট্রান্সলেশন ফিচারও যুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App