×

অর্থনীতি

পুঁজিবাজারে আসা বসুন্ধররা পেপারের আইপিও আবেদন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৮, ০২:৫৪ পিএম

পুঁজিবাজারে আসা বসুন্ধররা পেপারের আইপিও আবেদন আজ
আজ থেকে শুরু হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা বসুন্ধরা পেপার মিলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন । এই আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। তা জানা গেছে প্রতিষ্টানটির মাধ্যমে। সূত্র জানায়, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বসুন্ধরা পেপার। প্রতিষ্ঠানটির কোনো প্লেসমেন্ট শেয়ার বিক্রি করা হয়নি। এদিকে কোম্পানিটির ১০০টি শেয়ারে লট ধরা হয়েছে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা প্রতি লটে সাত হাজার ২০০ টাকায় আইপিও আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে দুই কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে কাট অফ প্রাইস বা ৮০ টাকা দরে এক কোটি ৫৬ লাখ ২৫ হাজার শেয়ার ইলিজিবল ইনভেস্টরদের কাছে ১২৫ কোটি টাকায় ইস্যু করা হবে। বাকি এক কোটি চার লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে ৭২ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০০ কোটি টাকায় বিক্রি করা হবে। এ প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এম নাসিমুল হাই বলেন, বাজারজুড়ে আমাদের সুনাম রয়েছে। আশা করি পুঁজিবাজারে এসেও আমরা এই সুনাম ধরে রাখতে পারব। এর আগে আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে ২০১৬ সালের ৩০ জুন রোড শোর আয়োজন করে বসুন্ধরা পেপার। পরে ২০১৭ সালের আগস্টে কাট অফ প্রাইস নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন পায় কোম্পানিটি। বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের পর গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় বিনিয়োগকারীদের কাছে বসুন্ধরা পেপারের শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বিএসইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App