×

জাতীয়

ঢাবি উপাচার্যের বাসায় হামলায় গ্রেপ্তার ৪

Icon

অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৮, ০৬:১০ এএম

ঢাবি উপাচার্যের বাসায় হামলায় গ্রেপ্তার ৪
ঢাবি উপাচার্যের বাসায় হামলায় গ্রেপ্তার ৪
শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাবি উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলো—রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। রবিবার দুপুর ১টার দিকে চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উপাচার্যের বাস-ভবন থেকে চুরি হওয়া দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। প্রসঙ্গত, ৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ঘটনায় পরদিন ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এই মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার চার আসামিকে আদালতে হাজির করে তাদরে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত রাকিবুল হাসান ওরফে রাকিবের চার দিন, মাসুদ আলম ওরফে মাসুদের তিন দিন, আলী হোসেন শেখ ওরফে আলী ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়ামের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানায় দায়ের করা ওই মামলার অভিযোগে বলা হয়, ০৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা অনেক মুখোশধারী লোহার রড, পাইপ, হেমার, লাঠি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের বাউন্ডারি ওয়াল টপকে ও ভবনের মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, লাইট, কমোড ও বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে। মূল্যবান সম্পদও লুট করে। এছাড়া ভবনের নিচে রাখা ২টি গাড়ি পুড়িয়ে দেয়। আরও ২টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া ভবনে রক্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ও আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাসুদ নামে গ্রেফতার হওয়া যুবক আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিনজন কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। গ্রেফতারকৃত রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে ৫টি মামলা রয়েছে বলেও জানান একজন গোয়েন্দা কর্মকর্তা। এদিকে , এই চারজন গ্রেপ্তারে সন্তোষ জানিয়েছেন আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক হাসান আল মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App