ভারতে বাজাজ মোটরসাইকেলে দাম বাড়লে বাংলাদেশে এর প্রভাব পড়কে কি না সে সম্পর্কে এখনো কোনো খবর মেলেনি।
নতুন একটি সুপারবাইক এনেছে জাপানের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি। বাইকটির মডেল সুজুকি জিএসএক্স-এস৭৫০। এর মূল্য ১০ লাখ টাকার বেশি। প্রিমিয়াম সেগমেন্টের এই বাইকটি রেসিং থ্রটল সমৃদ্ধ। এটি মূলত পেশিবহুল বাইক। মিডল ওয়েটের বাইকটিতে ভারতের বাজারে পাওয়া যাবে। দুইটি রঙে বাইকটি পাওয়া যাবে। এগুলো হলো ব্লু এবং ব্লু্যাক। সুজুকি জিএসএক্স-এস৭৫০ বাইকটি জিএসএক্স-এস১০০০-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অ্যাগ্রোসিভ লুকিং এবং থ্রি লেভেল ট্রাকশন কন্ট্রোল বাইকটিতে অনন্যতা দিয়েছে। এতে রয়েছে ৭৪৯ সিসির লিকুইড কুলড, ডিওএইচসি ফোর সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ১১৪ হর্স পাওয়ার, টর্ক ৮১ এনএম। বাইকটির ফ্রন্টে আছে ৪১ মিলিমিটার কেওয়াইবি ইনভার্টেড ফর্কস। রিয়ারে আছে মনোশর্ক অ্যাবসর্ভার। এর উভয় চাকায় ১৭ ইঞ্চির অ্যালয় হুইল সমৃদ্ধ টিউবলেস টায়ার সংযোজন করা হয়েছে। এতে এবিএস সমৃদ্ধ ডুয়েল ডিস্ক ব্রেক আছে। সুপারবাইকটির ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১৬ লিটার। সম্পূর্ণ বাইকের ওজন ২১৫ কেজি।