×

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক 'ছিন্ন করছে' ফিলিস্তিন!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৮, ০৬:২২ পিএম

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক 'ছিন্ন করছে' ফিলিস্তিন!
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের ব্যাপারে আলোচনা শুরু করতে যাচ্ছে ফিলিস্তিনের জাতীয় পরিষদ। এছাড়া ফিলিস্তিনের রাজনীতির গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়াদি নিয়েও আলোচনা চলবে। গত নয় বছরে প্রথমবারের মতো রামাল্লায় ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিলের (পিএনসি) বৈঠক শুরু হবে আগামী সোমবার। ওই বৈঠকে সমর্থক এবং বিরোধীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে মাহমুদ আব্বাসের সমালোচকরা সেই বৈঠকে উপস্থিত থাকতে রাজি হননি। যদিও অনেকেই বলছেন, সেই বৈঠকটি বেশ গুরুত্ব বহন করবে। এদিকে ওই বৈঠকে হামাসের কাউকে ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App