×

তথ্যপ্রযুক্তি

গো এডিশনে ফোন আনছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ০৩:৪০ পিএম

গো এডিশনে ফোন আনছে স্যামসাং
গিকবেঞ্চের তালিকায় স্যামসাংয়ের নতুন এন্ট্রি লেভেল ফোনের দেখা মিলেছে।নতুন ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি জে২ কোর। স্যামসাং সরাসরি কিছু না বললেও ফোনটি অ্যান্ড্রয়েড গো প্রজেক্টের অংশ হওয়ার সম্ভাবনা আছে। এ ধারণার মূলে আছে ফোনটির মাদারবোর্ডের কোডনেম, ইউনিভার্সাল৭৫৭০_গো। যা থেকেই অ্যান্ড্রয়েড গো সিরিজের ফোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির অপারেটিং সিস্টেম সংস্করণ ওরিও ৮ দশমিক ১, যা গো এডিশনও হতে পারে। স্পেসিফিকেশনের দিক থেকে ফোনটি অসাধারণ নয়। মাত্র ১ দশমিক ৪৩ গিগাহার্জ গতির কোয়াডকোর এক্সিনস ৭৫৭০ প্রসেসর, মালি টি৭২০ এমপি২ জিপিউ আর ১ গিগাবাইট র‌্যামের ফোনটির স্পেসিফিকেশনও অ্যান্ড্রয়েড গো এডিশনের অন্যান্য ফোনের সঙ্গে মিলে যায়। ফোনটির সম্পর্কে আর কিছু জানা যায়নি, তবে অন্যান্য অ্যান্ড্রয়েড গো ডিভাইসের মতো এতেও থাকবে ৮ গিগাবাইট স্টোরেজ, মেমরি কার্ড স্লট, ৫ মেগাপিক্সেলের  ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর মূল্য একশ’ ডলারের আশপাশে হতে পারে। তবে কবে নাগাদ ফোনটি বাজারে আসবে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App